![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
ক্রমাগত ভাবে বেড়ে চলছে মানুষের উল্লাস,
আর এই মানুষতো একদিন হবে লাশ ।
কত দুঃসাহস,কত উত্থান,কত যে হানাহানি,
উল্লাস দিয়ে কত মানুষ,কত মানুষের করে প্রানহানী ।
কত ভাংচূর,কত অগ্নিসংযোগ,কত যে অনিয়ম,
উল্লাস দিয়ে এই মানুষগুলো হয়ে যায় যম ।
নেই কোনো ইবাদত,নেই কোন শৃঙ্খলা,
শুধু হতাশ,অন্যায় আর অবহেলা,
উল্লাস শেষে বুঝবে,যে উল্লাসের কত জ্বালা ।
নিজের স্বার্থ নিয়ে আজ মানুষেরা বড়ই স্বার্থপর,
বুঝবে সেদিন,উল্লাস শেষে,কাটাবে দিন শুধু আধার ।
পরের চরিত্র নিয়ে কেন এত পরিহাস?
চিরজীবন থাকবেনা,একদিন তো শেষ হবে মানুষের উল্লাস ।
উল্লাসে ফেটে,আনন্দতে মেতে,করো শুধু অন্যায়,
উল্লাস শেষে বুঝবে সেদিন,যেদিন থাকবে তুমি অবহেলায় ।
বাড়েনা দিন,বাড়ে শুধু ঋন,আর মানুষ হয় লাশ,
একদিন তো থেমে যাবে এই মানুষের উল্লাস ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৩
উদাস কিশোর বলেছেন: ভালো লিখেছেন ।
শুভেচ্ছা