![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই,
আমরা সবাই আপন,আমরা ভাই ভাই ।
দলে দলে দাড়িয়ে মহান আল্লাহর গুনগান গাই,
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই,
জুম্মা মোবারক এক পবিত্র দিন,
চলো সবাই নামাজ পড়তে যাই,থেকোনা আর হীন ।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই ।
বারে বারে বলি সবাই আল্লাহুআকবর,
আল্লাহ মোদের ভরসা,নেইকো কোনো ডর ।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই ।
পবিত্র সূরা পড়,রুকু দাও,সিজদা দাও,
দোয়া পড়,তাশাহদুদ পড়,সালাম ফিরাও ।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই ।
আল্লাহকে স্মরন করো,
সবাই এখন মোনাজাত ধরো ।
চাওয়া পাওয়া যা আছে সবকিছু তুমি চাও,
মোনাজাত শেষে সবাই বাড়ি চলে যাও ।
চলো চলো আমরা সবাই জুম্মার নামাজ পড়তে যাই ।
©somewhere in net ltd.