![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
লেগেছে তোমায় অনেক ভালো,
ভালবাসি তোমায়!
কিভাবে বলিব,বলো?
আমার আঁখি দুটি প্রতিনিয়ত থাকে তোমার মুখপানে,
তোমায় পাব কিনা,তা ঐ আল্লাহ্ জানে ।
ঐ আল্লাহ্ যে করেছে তোমায় এত সুন্দরী,
তাই তো তোমার রুপে আজিকে আমি মরি ।
তোমার দেখা পেলে জান্নাতের সুগন্ধি মেলে,
মম হৃদয়ে ভালবাসার শুধু সুখ খেলে ।
সখি আমার হৃদয়ে যতন করিয়া রাখিব তোমায়,
একবার বল তুমি ভালবাসো আমায় ।
তোমার আঁখি দেখিয়া আমার আঁখি,
ভালোবেসে ফেলেছি,দিওনা আমায় ফাকি ।
সঙ্গী করে নাও আমায় ক্ষিপ্র,
তোমায় আমি চাই শীঘ্র ।
আমার ভালবাসা নাও তুমি টানিয়া,
না হয় আমি ছাড়িবো যে দুনিয়া ।
হে তুমি যে আমার প্রেয়সি,
একবার বলো,তোমায় ভালবাসি ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০২
নিলু বলেছেন: লিখে যান