![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আমিতো আমি আর অন্য কেউ নয়,
তবুও মাঝে মাঝে হয় আমার ভয়,
কিন্তু ইনশাআল্লাহ একদিন হবে আমার জয ।
আমাকে যদি কেউ বলে এভারেষ্ট জয়ী,কেউ যদি বলে নেবেল জয়ী,
তাহলে আমি তা মানি না,আমিতো নয় পরিশ্রমী ।
আমায় যদি কেউ বলে বীর,
তাহলে আমি হয়ে যাই ধীর,
আমিতো নয় কাসেম মীর ।
কাজ করে নাম নেব,শুনিয়ে তো নয়,
তবুও মাঝে মাঝে কেন হয় ভয়?
জয় জয় হবে শুধু জয় ।
আমি নহে রবী ঠাকুর,নহে হুমায়ুন,নহেতো আমি কাজী,
আমি যে আর কেউ নয়,আমি যে এমডি নিজাম গাজী ।
আমার প্রতিভা দেখে কেউ যদি বলে আমায় রবী,
তাহলে মূর্খ্য আমি বলি,নহে যে আমি কবি ।
আমি হতে পারি আধার হতে পারি হীন,
তাই রবী ঠাকুর বলে আমার অস্তিত্ব কেন করবে বিলীন?
আমি হতে পারি কাপুরুষ,হতে পারে আমার সবকিছু অম্লান,
তাই রবী ঠাকুর বলে আমায় কেন করবে অপমান?
আমায় রবী ঠাকুর বললে হয় খুব কষ্ট,
আমি নিজাম গাজী হতে না পারলে আমার জীবনটাই নষ্ট,
তবুও ইনশাআল্লাহ আমি হবনা পথভ্রষ্ট ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
নিলু বলেছেন: ভালো