![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
সালাম সালাম সালাম ঈদই মিলাদুন্নবী,
এই দিনে যার আগমন ঘটেছিল তিনিই বিশ্ব নবী ।
১২ই আউয়ালের পবিত্র দিনে,
সারা দুনিয়া শ্রেষ্ঠ এই মানবকে চিনে ।
মা আমেনার কোলে শ্রেষ্ঠ মানব আসিল,
শ্রেষ্ঠ মানবকে দেখে দুনিয়ার সকল পাপ ধ্বংস হয়ে গেল ।
সালাম সালাম সালাম ঈদই মিলাদুন্নবী,
নবী ছিলেন অসহায় মানুষের সবই ।
মহানবীর আগমনে দুনিয়া থেকে ধ্বংস হল সব নিষ্ঠুরতা,
দুনিয়ার মানুষ খুঁজে পেল মানবতা ।
মহানবীর আগমন পৃথিবীতে আশির্বাদস্বরুপ,
অত্যাচারি কাফিররা নবীর ভয়তে হয়ে গেল চুপ ।
সালাম সালাম সালাম ঈদই মিলাদুন্নবী,
তুমি মোদের আশা তুমি মোদের সবই ।
নবীর মানবতা আর ভালোবাসায় টিকে আছে এই পৃথিবী,
নবীতো মরেননি পৃথিবীর কাছে এটাই সবার দাবী ।
সালাম সালাম সালাম ঈদই মিলাদুন্নবী,
তুমি মোদের ভালোবাসা তুমি মোদের সবই ।
©somewhere in net ltd.