![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
পৃথিবীতে ঐ ব্যক্তি সবচেয়ে বড় অধম,সবচেয়ে বড় গাধা,
যে করে আত্মহত্যা ।
ওরে পাপী নিকৃষ্টের দল যত হোক কষ্ট তোদের,
তাই বলে কেড়ে নিবি নিজেরই সত্তা?
দোহাই লাগে তোরা আর করিসনে নিজেকে হত্তা ।
নিকৃষ্ট তোরা এরশাদ শিকদারের চেয়ে,
নিকৃষ্ট তোরা এজিদের চেয়ে,
কারন ওরা হত্তা করেছে অপরকে,
আর তোরা হত্যা করো নিজেকে ।
পৃথীবির বুকে তোরাই সবচেয়ে বড় বোকা,
কারন তোরা নিজেরাই দাও নিজেদেরকেই ধোকা
এপারে ও জ্বল ওপারে ও জ্বল,
ওরে অধমেরা এইতো তোদের আত্মহত্যার কুফল.
বন্ধ কর আত্মহত্যা ওরে বলদের দল ।
জানি আমি মানুষ কখন করে আত্মহত্যা,
যখন সে নিষ্ঠুর পৃথীবির বুকে খুঁজে পায়না নিজেরই সত্তা ।
আরে খারাপের মাঝে আছে অনেক ভালো,
তাই নিজের জীবন তোরা আর করিসনে কালো ।
তোরা চাও যদি নিজের কল্যান,চাও যদি নিজেরই মঙ্গল,
তাহলে বন্ধ কর আত্মহত্যা,করিসনে আর খালি তোর মায়েরই কোল ।
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
মো: নিজাম গাজী বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২
সত্যের পথে আরিফ বলেছেন: অনেক ভালো+++++++