![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
লাল ছোটে,
ফুল হাটে,
ঐ দূর ঘোর হাটে ।
চুল ছেটে,
নদীর বাটে,
পায় লাটে ।
বুক ফাটে,
ধুক বাটে ।
লোক হাটে,
আখ কাটে,
জামাটা ময়লাটে,
নাও এখন ঘাটে,
লাল ফিরে খাটে ।
বউ শুধু ঝাটে,
মা এসে ফাটে,
লাল ঘুমায় ডাটে ।
*এই ছড়াটি আমার "আমি শিশু" নামক শিশুতোষ কাব্যের অন্তর্ভুক্ত ।
©somewhere in net ltd.