![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
সুদ। মহান আল্লাহ ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করেছেন । আমি একটা জিনিষ ভেবে দেখেছি যে,সুদের মত এত্ত বড় জঘন্য,নিকৃষ্ট পাপ পৃথীবির ইতিহাসে আর নেই । সুদ খাওয়া মানে আল্লাহ ও মহানবী(সঃ) এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা(নাউজুবিল্লাহ)। সুদ খাওয়া,আপন মায়ের সাথে যেনা করার সমতুল্য(নাউজুবিল্লাহ) । এই কথাটা আমার মুখে আনতে অনেক কষ্ট ও ঘৃনা লাগছে । এটা লিখতে আমার আরও বেশী ঘৃনা লাগছে । সুদের কুফল সম্পর্কে কী আমার আর কিছু বলতে হবে?আপনার(সুদখোরের) মত এত বড় নিকৃষ্ট,জঘন্য পাপী কী পৃথীবিতে আর কেউ আছে?আপনার এত বড় সাহস আপনি মহান আল্লাহ ও মহানবীর সাথে যুদ্ধ করতে চান । সুদ ছাড়া কী ধনী হওয়া যায় না?সুদযুক্ত ব্যংকে টাকা না রেখে কী জীবন যাপন করা যায় না?নিঃসন্দেহে আপনারা জাহান্নামের দিকে বিদ্যুৎ গতিতে ধাবিত হচ্ছেন?বন্ধ করুন আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ । আপনারা কী মানুষ?আপনারা তো দাজ্জালের চেয়ে ও ভয়াবহ জঘন্য ও নিকৃষ্ট। আপনাদের মৃতু হতে আর কত দেরি?যত আর দেরি হোক না কেন,মৃতু তো আসবেই। আপনারা কি মনে করেন আপনাদের কী মৃতু হবে না?দিন যত যায় মৃতু ততো সন্নিকটে আসে । আমার মতে সুদ হত্যার চেয়ে ও জঘন্য। এখন ও কী সুদ খাবেন?
©somewhere in net ltd.