![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
টেনশন বা মানুষিক রোগ কী?
প্রশ্ন: টেনশন বা মানুষিক রোগ কী? এর কারন,লক্ষন,ফলাফল ও প্রতিকার কী?
উত্তর:-অতিরিক্ত চিন্তা চেতনা বা টেনশন হচ্ছে মানুষিক রোগ ।
*কারন:
1)জীবনে বড় ধরনের কোন ঝড় আসলে ।
2)কোনো কাজে ব্যর্থ হলে ।
3)প্রেমময় ও দাম্পত্য জীবনে কলহ ও বিচ্ছেদ হলে ।
4)অতিরিক্ত নেশা করলে ।
5)অধিক শত্রু থাকলে ।
6)নিজেকে নিয়ে অধিকতর ভাবলে ।
7)সময় মত না খেলে ও না ঘুমালে ।
8)অতিরিক্ত ইন্টারনেট আসক্ত হলে ।
মূলত এর কারন নানাবিধ ।
*ফলাফল:এর কোনো ফল নেই সবগুলোই অফল বা কুফল । টেনশন বা মানুষিক রোগ সকল রোগের চেয়ে ভয়াবহ । কারন অন্যান্ন রোগ ঔষধ দিয়ে যতটা নির্মূল করা যায় এটা ঔষধ দিয়ে ততটা নির্মূল করা যায় না । এটা সম্পূর্ন তার নিজের ব্যক্তিত্বের উপর নির্ভর করে । এটি দ্রুত নির্মূল না করতে পারলে পাগল হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।
*লক্ষনঃ
1) প্রচন্ড মাথা ব্যাথা করা ।
2) কোনো কিছু মনে ণা থাকা ।
3) ঠিকমত ঘুম না আসা ।
4) বমি আসা ।
5) সবকিছুতে অমনযোগিতা ।
6) নিজেকে অনেক বিখ্যাত ও ক্ষমতাধর মনে করা ।
7) অন্যান্ন রোগে আক্রান্ত হওয়া । ইত্যাদি ।
*প্রতিকার:
1)সময়মত ঘুমানোর চেষ্টা করুন ।
2)মধু,কালো জিরে,দুধ,কলা ও রসুন খান ।
3)ঝুকিপূর্ন কাজ পরিহার করুন ।
4)সকল প্রকার নেশা ত্যাগ করুন । সব নেশা একেবারে ত্যাগ করবেন না । কারন একসাথে যদি সব নেশা ত্যাগ করেন,তাহলে আপনার টেনশন আরো বেড়ে যেতে পারে,তাই ক্রমান্যয়ে ত্যাগ করুন ।
5)ফেসবুকসহ নেটের other site এ প্রবেশ করা থেকে কিছুটা বিরত থাকুন ।
6) অভিভাবক । মানষিক রোগের সবচেয়ে বড় ওষুধ হতে পারে অভিভাবকেরা । অভিভাবকগন ভালো ব্যাবহার করলে অনেকাংশে মানষিক রোগ নির্মুল হতে পারে ।
7) সর্বোপরি বিশেষজ্ঞ ডাক্তারের সরনাপন্ন হওয়া ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪
ঢাকাবাসী বলেছেন: আপনার বাংলা বানান আরো উন্নতি করতে হবে মনে হয়। শিরোনামটাই ধরি, মানুষিক নয় মানসিক হবে...।