![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
গোধুলির এই লগনে পড়েছে তোমায় আমার মনে,
তুমি মিশে আছো প্রিয়া আমারই সনে ।
তোমায় দেখতে কেনো নাহি পাই,
তোমায় আমি সদা চাই ।
তুমি মোর আলো,তুমি মোর গগনের চাঁদ,
তুমি মোর নিশীময় জীবনের প্রভাত ।
তুমিহীনা আমি শুন্য,
তুমি হীনে আমি বীনে অন্ন ।
গোধুলীর এই লগনে তোমায় পড়েছে আমার মনে,
প্রিয়া তুমি যে মিশে আছো আমারই সনে ।
তুমি আমার সান্ধ গানে,
তুমি আমার সকল আশার টানে ।
প্রিয়া তুমি ছাড়া আমি যাবো মারা,
তুমি ছাড়া আমি যে দিশেহারা ।
গোধুলীর এই লগনে প্রিয়া পড়েছে তোমায় আমার মনে,
তুমি মিশে আছো প্রিয়া আমারই প্রানে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭
মো: নিজাম গাজী বলেছেন: A lot of thanks dear………
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২
নুর ইসলাম রফিক বলেছেন: গোধুলীর এই লগনে প্রিয়া পড়েছে তোমায় আমার মনে,
তুমি মিশে আছো প্রিয়া আমারই প্রানে ।
ভাল লাগলো...............
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭
মো: নিজাম গাজী বলেছেন: A lot of thanks dear………
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৬
নিলু বলেছেন: লিখে যান