![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
প্রেয়সী তোমায় আমি ভালবেসে ভুল করেছি,
সব কিছু ছাড়িয়া আমি আমার চুল ছিড়েছি ।
তোমার জন্য কত শত অপমান নিলাম আমি হাসি মুখে বরিয়া,
আর তুমি আজিকে গেলা আমার জীবন থেকে সরিয়া ।
প্রেয়সী তোমায় আমি ভালবেসে ভুল করেছি,
তোমায় ভালবেসে আমি আজ জিন্দা মরেছি ।
তোমার জন্য দিনকে নিশী,আর নিশীকে করিলাম দিন,
আর তুমি শুধু আঘাত করিলে,দিলেনা আমার ঋন ।
কতশত অশ্রু আর কান্নার জল,
তোমায় ভালবাসার এই কী ফলাফল?
কষ্ট বরিয়া আমি যাই মরিয়া,
আর সদা তুমি হাসিয়া গেলা তুমি সরিয়া ।
প্রেয়সী তোমায় আমি ভালবেসে ভুল করেছি,
বাস্তবতার কাঠগড়ায় আমি যে আজ ধরা পড়েছি ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫
মো: নিজাম গাজী বলেছেন: Towba keno korbo madam?apnake thanks….
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২২
নিলু বলেছেন: ভুল ভালোবাসা আবার তউবা করে ঠিক করে নিন ভাই , লিখে যান