| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: নিজাম গাজী
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
বিশ্ব দরবারের এক মস্ত বড় ফুটবল খেলোয়াড় বলেছিলেন পৃথিবীতে বাংলাদেশ নামে যে একটা দেশ আছে,সেটা নাকি সে আগে জানতো না । একথা শুনে কষ্ট পাওয়ার কিছুই নেই । কারন আমার মাতৃভূমিকে চিনতে না পারা আমার মাতৃভূমির দুর্বলতা নয় । এটা সেই মস্ত বড় খেলোয়াড়ের দুর্ববলতা । এই ভূবনে যত মস্ত বড় জ্ঞানী মানুষ আছে তারা সবাই আমার এই সোনার দেশকে চিনে । তাহলে আমার দেশকে না চেনা ঐ খেলোয়াড়,নিশ্চয়ই জ্ঞানহীণ । কত কত দেশের বয়স একশ দেড়শো বছর হওয়ার পরেও আমার দেশের মত এতোকিছু অর্জন করতে পারেনি । অথচ মাত্র ৪৪ বছর বয়স্কা আমার জন্মভূমি সারা দুনিয়ায় পরিচিত । আমরা মাত্র ৪৪ বছরে যা অর্জন করেছি তোমরা পারলে ৪৪৪ বছরে তা অর্জন করে দেখাও । আমার মাতৃভূমি পৃথিবীর বুকে চির ভাস্বর । পৃথিবী যতদিন টিকে থাকবে আমার মাতৃভূমি ও ততোদিন পৃথিবীর বুকে মাথা উচু করে টিকে থাকবে ইনশাআল্লাহ । আমার মাতৃভূমি হল পৃথিবীর চালিকা শক্তি । যারা আমার মাতৃভূমিকে চিনে না,তারা এই ধরার মানুষ না । আমার যা মনে হয় তারা মঙ্গল গ্রহে বসবাস করে ।
সব কিছু হয়ে যেতে পারে শেষ,
তবুও ইনশাআল্লাহ চিরকাল টিকে থাকবে আমার এই সোনার বাংলাদেশ ।
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
সুমাইয়া রহমান বলেছেন: ভালো লেগেছে..
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮
শাহরীয়ার সুজন বলেছেন: আপনে পৃথিবীর সব দেশ চিনেন?
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮
আরণ্যক রাখাল বলেছেন: আপনার লেখা পড়ে মনে হচ্ছে ব্রাজিলের সাপোর্টার