![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
*গ্লাস অর্থ কাঁচ। অথছ আমরা স্টীল বা মেলামাইন দিয়ে নির্মিতব্য পানি খাওয়ার পাত্রটাকে গ্লাসই বলে থাকি ।যাহোক এটা এখন নামে পরিনত হয়েছে ।
*সিলভার মানে রৌপ্য বা রুপা । অথছ আমরা টিন বা অন্য কোনো ধাতু দিয়ে নির্মিতব্য রান্না করার পাতিলটাকে সিলভারের পাতিল বলে থাকি ।
*হাইস্কুল অর্থ হচ্ছে উচ্চ বিদ্যালয়,অথছ আমরা মাধ্যমিক বিদ্যালয়কে হাইস্কুল বলে থাকি । আসলে মূলত এটা সেকেন্ডারি স্কুল,যার অর্থ মাধ্যমিক বিদ্যালয়। আপনি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে খোঁজ নিয়ে দেখতে পারেন,আপনার হাইস্কুলের নাম তাদের কোনো কাগজপত্রে হাইস্কুল বা উচ্চ বিদ্যালয় দেওয়া নেই। ওখানে সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক বিদ্যালয় দেওয়া রয়েছে।
*যেকোন বয়সী মহীলা কাজের লোককে,আমরা কাজের বুয়া বলে থাকি । অথছ সে কাজের মেয়ে বা মহিলাটি হতে পারে আপনার বোন বা মায়ের বয়সী ।মুলত আদিমকালে নিজের বোনকেই বুয়া ডাকা হত। এখনও কিছু কিছু মানুষ তার নিজের বোনকে বুয়া ডাকে।
*রিকশাওয়ালাকে সবাই কমন মামা বা অতিরিক্ত স্টাইল নিয়ে মাম্মা ডেকে থাকে। অথছ মায়ের ভাইকে কিণ্তু মামা ডাকা হয়।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
শেখ মফিজ বলেছেন: যখন কাচেঁর গ্লাসের প্রচলন হয়নি,
তখন পানি খাবার গ্লাস (বতমার্ন নাম)
কি নামে ছিলো ?