![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
শিশু আমি করিলাম পণ,
সবার সাথে করিবো আমি ভালো আচরন ।
আমার যে সুন্দর একখানা মন,
সব কিছুই মানবো কহে যা আমার গুরুজন ।
মায়ের কথা শুনবো আমি,
বাবার কথা মানবো,
ভাই বোনের কষ্টে আমি শুধুই যে কানবো ।
গুরু যা বলিবেন আমারে,
আমি তা মানবো হাড়ে হাড়ে ।
সকাল বেলায় স্কুলে যাবো,বিকেল বেলায় খেলবো,
বন্ধুদের সাথে আমি ভালো ভাবে চলবো ।
ঝগড়া আমি করবো না,
কেউকে আমি মারবো না ।
ঠিকমত করবো আমি আল্লাহ পাকের ইবাদত,
করিলাম পন,পাল্টাবে না আমার মত ।
©somewhere in net ltd.