![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
তোমার নয়ন পানে তাকালে,
মোর চোঁখ ভেজে জলে ।
তোমার নয়নে সখি আমারও নয়ন দিয়ে,
আমি তাকিয়ে থাকি আজব হয়ে ।
কী সুন্দর জান্নাতি তোমার নয়ন দুটি,
সখি আমায় তুমি দিওনা অকাল ছুটি ।
তোমার সাদাসিদে চেহারা,
দেখে হই আমি দিশেহারা ।
তোমার সুগন্ধিযুক্তু মুখের হাসি,
সখি আমি বড্ড ভালোবাসি ।
তোমার কন্ঠের ঐ মায়াবি সূর,
আমায় টেনে নিয়েছে বহুদূর ।
বড্ড আজব তোমার নয়নের টান,
আজিকে মোর ধরেছে প্রেমের বান ।
সখি তোমার নয়নে আমি নয়ন রাখিয়া,
চিরকাল যাবো আমি তোমায় ভালো বাসিয়া ।
©somewhere in net ltd.