![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
তোমায় ছাড়া একলা আমি থাকি কেমনে?
বনে যে পশুপাখি থাকে গোপনে ।
তারাগুলি কেমনও করে থাকে গগনে,
তোমায় ছাড়া একলা আমি থাকি কেমনে?
তোমার অপেক্ষায় মাথার চুলগুলো পেকে হলো সাদা,
তুমি ছাড়া আমি যে বৃথা ।
সব সময় প্রিয়া শুধু মনে পড়ে তোমারই কথা,
তোমার কথা ভাবতে ভাবতে জীবনটা বুঝি হয়ে গেলো বৃথা ।
প্রেয়সী তোমার সহজ সরল মুখটা দেখিনা যে কতদিন,
সব প্রেম ভালবাসা বুঝি হয়ে গেল বিলীন ।
প্রিয়া তোমায় ছাড়া একলা আমি থাকি কেমনে ?
আমায় তুমি দ্রুত সঙ্গী করে নাও গোপনে ।
©somewhere in net ltd.