![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
নির্বাক থেকো না । তোমায় কেউ একটা চড় মারলে তুমি তাকে দশটি লাথি মারো । কুকুরের কবিতাটি পরিহার করে প্রতিবাদি হয়ে অন্যায় আর অসত্যকে ধ্বংষ করে দিয়ে সত্যকে জয় করে পৃথীবিকে সুখি করে তুমি নিজেও সুখি হও । অত্যাচারিদের মহাশত্রু হও আর অত্যাচারিতদের ভালো বন্ধু হও ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৬
সালমান মাহফুজ বলেছেন: হুম । এইসব উপদেশ ছেলেবেলা থেকে শুনতে শুনতে কান পচে গেছে ।