![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
আব্বাজান,আম্মাজান তোমরা কেমন আছো?তোমাদের সাথে কত বছর কথা বলিনা তাই আমি জানিওনা যে তোমরা কেমন আছো । আজ তোমাদের কন্ঠ ও আমি ভুলে গেছি । আমায় শুধূ তোমরা ভুল বুঝ । কিন্তু তোমরা তো জাননা যে প্রতি সেকেন্ডে তোমাদের জন্য আমার মন নিরবে কাঁদে । তবে তোমাদের জানা উচিৎ যে তোমাদের ছেলে কখনও অন্যায় কে প্রশ্রয় দেয় না । আমি অনেক ভালো আছি ও সূখে আছি । তোমরা অনেক ভাল থেকো ।
©somewhere in net ltd.