![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
লেখার যা ছিল তাতো কবি সাহিত্যেকেরা লিখে ফেলেছেন,
আমি কি লিখবো?
বলার যা ছিল তাতো বক্তারা বলে ফেলেছেন,
আমি কি বলবো?
ছিল যা লেখার তা লিখে ফেলেছেন মনীষীগন,
আমি কি লিখবো তাতো জানেনা আমার মন ।
কলম হাতে নিলে,
অন্যের লেখা যায় যে মিলে ।
বলা শুরু করলে,
অন্যের বলা যায় যে মিলে ।
তাই আমি এখন কিছুই লিখতে পারিনা,
তাই আমি এখন বক্তৃতা ও দিতে পারিনা ।
আমার লেখা বলা সব হয়ে গেল বাদ,
অভাব শুধু আমার লেখা বলার অভাব ।
©somewhere in net ltd.