![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
কথা দিয়েছিলাম করিব তোমায় ঘরনি,
কিন্তু পারিনি তাহা আমি পারিনি ।
ভালবাসার কত কথা বলেছিলাম তোমায়,
হে প্রিয়া তুমি ক্ষমা করে দিও আমায় ।
প্রেমের ভেলায় চড়েছিলাম আমি তোমায় নিয়ে,
কথা দিয়েছিলাম আমি তোমায় করবো বিয়ে;
কিন্তু তাহা আমি পারিনি প্রিয়া পারিনি,
তাইতো তুমি হতে পরোনি আমার ঘরনি ।
ক্ষমা করে দিও তুমি আমায়,
অনেক আগে আমি ক্ষমা করে দিয়েছি যে তোমায় ।
কথাগুলো তোমার ভুলেরই কারনে রাখতে পারিনি আমি,
হে প্রিয়া আমায় ক্ষমা করে দিও তুমি ।
©somewhere in net ltd.