![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
মাঝে মাঝে মনে হয় ওপারাতে চলে যাই,
চলে যাই ভাই চলে যাই ওপারেতে চলে যাই ।
কিসের আশায় কিসের নেশায় পরে রইলাম দুনিয়ায়?
মাঝে মাঝে মনে হয় ওপারেতে চলে যাই ।
খেতে খেতে দিনগুলো হয়ে গেল শেষ,
ফুরুবে ফুরুবে ভাই আমারই নিঃশেষ ।
ভালো লাগেনা আর এই দুনিয়ার মিথ্যে অভিনয়,
তাইতো এ পরানে নেই কোনো ভয় ।
পরান পাখি চলে যাওয়ার আর কতটা বাকি,
ফাকি দুনিয়াটাই ফাকি ।
২| ০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮
দিশেহারা আমি বলেছেন: খোদা হাফেজ
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ