![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
সুন্দরী ললনা কথা একটু বলনা,
চলনা প্রিয়া আমার সাথে চলনা ।
দিল দরিয়ার মাঝে শুধু প্রেম খুজে পাই,
তোমায় ওরে ভালবাসি তাই শুধু তাই ।
আমার মনে উতাল পাতাল সাগরের ঢেউ,
তুমি আমার জীবন মরন তুমি আমার বউ ।
আশায় আশায় ভালবাসায় রাখবো তোমায় যতনে,
তোমায় সব ভালবাসা দিয়ে দেব আছে যা আমার মনে ।
জীবন যদি চলে যায় রাখবো তোমায় পাশে,
মরনকে ও বরন করে আমার জীবন হাসে ।
©somewhere in net ltd.