![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
যাহা কিছু লিখি তাহা সব আবোল তাবোল,
লেখায় নেই কোনো বল,নেই কোনো বোল ।
আবোল তাবোল হে আবোল তাবোল ।
লেখায় নেই কোনো ছন্দ,নেই কোনো গন্ধ,
ভেবেছি লেখালেখি করে দেব বন্ধ ।
আমার লেখায় বাজেনা তো কোনো ঢোল,
আবোল তাবোল হে আবোল তাবোল ।
ভুল দিয়ে শুরু হয়ে শেষ হয় ভুলে,
ভেবেছি লেখাগুলো চড়াবো শূলে ।
আবোল তাবোল হে আবোল তাবোল ।
লেখাগুলো একেবারে হয়ে যায় বাজে,
কখনও আমার লেখাগুলো লাগেনা তো কোনো কাজে ।
আমার লেখায় হবেনা কোনা কিছু,হবেনা তো কোনো গোল,
সবকিছু আবোল তাবোল,হে সবকিছু আবোল তাবোল ।
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১
মো: নিজাম গাজী বলেছেন: হাহা ভালোে বোলেসেন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: যাহা কিছু লিখি তাহা সব আবোল তাবোল,
তবে কি আমার মাথায় মহা গন্ডগোল?
যাহা কিছু লিখি তাহা সব আবোল তাবোল,