![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
কিভাবে যে জেলখানাতে বন্দি হলাম আমি?
কাঁপে আমার দেশ,কাঁপে আমার সেনার জন্মভূমি ।
ওরে ও বিধী রক্ষা করো আমায় তুমি,
কিভাবে যে জেলখানাতে বন্দি হলাম আমি?
নিঃস্ব আমার জেলখানাতে নাই যে কেউ,
শুধু কষ্টযুক্ত বুকের মধ্যে উতাল পাতাল ঢেউ ।
নির্দোসিকে সাজা দেওয়ার জন্যই বোধহয় নির্মিত এই জেলখানা,
আমায় যেনো মুক্তি না হয়,করে দিছে অত্যাচারিরা মানা ।
আমার মুক্তির জন্য নেই যে কোনো শক্তি,
আমার মুক্তির জন্য কোনো উকিল দিবেনা যে কোনো যুক্তি ।
সবাই তো ভাই অত্যাচারিদের ভক্তি ।
আমি যে জেলখানাতে বন্দি অবিরত,
তবুও যেনো সত্য হয় পৃথিবীতে প্রতিষ্ঠিত ।
©somewhere in net ltd.