নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

তোমার সাথে করবো দেখা

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৩

তোমাকে ঐ উপরের বারান্দায় দাড়িয়ে থাকতে দেখে-
আমার অনেক ভালো লেগেছে ।
বড় ইচ্ছে হয় একবার বলি তোমায় আমি ভালবাসি,
কিন্তু কিছু কিছু নিয়ম কানুনের কারনে-
তোমায় আমি বলতে পারিনা ভালবাসি, ভালবাসি, ভালবাসি,
আমিতো সুধাতে পারিনা একবার তোমার কাছে আসি ।
বাতাশের তাড়নায় কাঁপে তোমার ঐ সুন্দর অপূর্ব কেশ,
আহ! তুমি কি রুপবতী,তুমি প্রিয়া বেশ ।
বারান্দার চারপাশে তুমি কি সুন্দর গুটি গুটি পায়ে হাটো ।
আর আমি সেটি নিচ থেকে নিরব চোঁখে শুধু দেখি,
দেখে দেখে আমার হৃদয়ে যতন করিয়া প্রিয়া তোমার ছবিগুলি আঁকি ।
শুধু নিরবতা,আকুলতা আর ব্যাকুলতা,
তবুও আমি চেয়ে থাকি তোমার সেই পথে-সেই অনন্ত পথে-
কবে তুমি আসবে ঢাকা?
আর আমি তোমার সাথে করবো দেখা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.