![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
ও ময়না পাখি-
খোলো একটু আঁখি,
তোমায় একটু দেখি ।
দেখি দেখি প্রিয়াগো তোমায় একটু দেখি,
তোমায় দেখে দেখে আমি শতশত ছবি আঁকি ।
ভালবাসার পদ্মফুলটি দেখি আমি পরান ভরে,
প্রিয়া আমার সব ভালবাসা দিয়ে দিলাম তোমারই তরে ।
দেখি দেখি প্রিয়াগো তোমার একটু চেহারা,
তোমার সুন্দর চেহারা দেখে মূগ্ধ হলাম আমি ব্যচারা ।
ও ময়না পাখি-
খোলো একটু আঁখি,
তোমায় নিয়ে আমি হাজার হাজার কবিতা লিখি ।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগল আপনার লেখা কবিতা ।