নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ুন

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১২

প্রধানমন্ত্রীকে বলছি খেলোয়াড়দের ফ্লাট গাড়ি আর কোটি কোটি টাকা না দিয়ে ঢাকা শহরের ভিক্ষুকদের পূনর্বাসনের ব্যবস্থা করুন । শহরে হাটা দিলেই পায়ে ভিক্ষুকদের বাড়ি লাগে । গনভবনে খেলোয়াড়দের দাওয়াত না দিয়ে ভিক্ষুকদের সাথে নিয়ে এক বেলা খান । তেলে মাথায় তেল দেওয়া বন্ধ করুন । ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ুন ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ছাসা ডোনার বলেছেন: শুনুন এটা নতুন কিছু নয়, তাই বলে লাভ নেই ভাই।যে দেশে নারীরা শাষন করার পরও নারী নির্যাতন বন্ধ করতে পারেনা নারীর কোন অধিকার বাস্তবায়িত হয় না, সেখানে আপনি কিভাবে দরিদ্রমুক্ত দেশ গড়তে বলেন? আপনার কথাটার যৌক্তিকতা আছে তাই ধন্যবাদ ।ভালথাকুন!!

২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২০

সেই তামজীদ বলেছেন: সব ঠিক আছে , কিন্তু একটা কথা । ক্রিকেট থেকে কত টাকা দেশ আয় করে , একবার খেয়াল করেছেন ?
রাজনৈতিক এই ফালতু অবস্থায়ও দেশ কিভাবে খেলা কে নিজের করে নিয়ে ছিল , দেখেছেন বোদহয় ? কিছু তোহ তাদের কেও দেওয়া উচিৎ

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪

মো: নিজাম গাজী বলেছেন: াকটা লিমিট ঠাকা ুোচিট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.