![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
নবসূর ধরেছে নূপুর,
হায় ঢোল বাজে,বাজে মধুর ।
ঐ দূর বনে কুন্জনে,
ডাকিছে মোরে প্রানে মনে ।
প্রান পাখি ঘ্রান করে নাচিছে,
মোর মনে নতুন আহবানে নবসূর বাজিছে ।
গগনের তারাগুলো হারা হয়ে ঝিলিক মারিতেছে,
ঐ দূর বনে মোর মনে নবসূর বাজিতেছে ।
©somewhere in net ltd.