![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
তোর সাথে আর এই দুনিয়ায় দেখা হবেনা ।
একি সাথে আরতো আর ঘোরা হবেনা ।।
দেখা হবে দেখা হবে আখিরাতের ময়দানে ।
তোর আর আমার ভালবাসার কথাতো সবাই জানে ।।
দেখা হবে দেখা হবে স্বর্গেরই ভিতরে ।
তোরে আমি রাখবো শুধু আদরে আদরে ।।
হে তোর সাথে আর এই দুনিয়ায় দেখা হবেনা’
এপার পাড়ি দিয়ে ছেড়ে গেলাম আমি ওপারে ।
অতি শীর্ঘ্র চলে আসিস তুই আমারই নীড়ে ।।
পরপাড়ে থাকবো আমি তোরই অপেক্ষোয় ।
আয় হে প্রিয়া তুই দ্রুত চলে আয় ।।
হে তোর সাথে আর এই দুনিয়ায় দেখা হবেনা,।
একি সাথে আরতো আর ঘোরা হবেনা ।।
©somewhere in net ltd.