নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

কত যে মনে পরে তোমার আমার স্মৃতি,
বলোগো প্রিয়া লাভ কি হলো করে এমন প্রীতি?
ধুকে ধুকে মরি আমি,তুমি আছো সুখে,
পর্বতসম আঘাত হানে আমার এই বুকে ।
ভালবাসার ওয়াদা দিয়ে রাখলেনা তুমি,
বলোগো প্রেয়সী এখন কি করি আমি?
বুঝিনা তুমি কেনোগো করিলে এমনও ছলনা?
চুপ করে থেকোনা প্রিয়া একবার বলনা ।
কলিজা মম ব্যথায় ভরা অন্তর করে খাখা,
বুঝেছি সখি তুমি আমায় পেয়েছো বড় বোকা ।
রাতের ঘুম হারাম করে স্মৃতি খুঁজি তোমার,
এমনও করিয়া চলিলে বলো হবে কী আমার?
স্বপ্নের বীজ বুনেছিলাম প্রিয়া তোমাকে নিয়ে,
বলোগো প্রেয়সী লাভ কী হলো আমায় কাঁদিয়ে?
আমাকে কাঁদিয়ে তুমি গেলে হারিয়ে,
দিলেগো প্রিয়া আমার বুকের দহন বাড়িয়ে ।
তোমারই কারনে বন্ধ হলো আমার খাদ্য,আহার,রুজি,
তবুও প্রেয়সী প্রতিদিন আমি তোমারই স্মৃতি খুঁজি ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.