![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
যাহার নাম রুপ,যাহার নাম আরাম,
তাহার নাম পল্রী,তাহার নামই গ্রাম ।
গ্রামের ঐ রুপ দেখে হয়েছি আমি পাগল,
দেখিলাম আমি যুবকেরা অনেক আনন্দে খেলিতেছে ফুটবল ।
কৃষক কৃষানী কাজ করিতেছে আপন মনে,
তাহা দেখে উথাল হাওয়া বইছে আমারই প্রানে ।
গ্রামের ঐ রাস্তা দিয়ে হেটে যাচ্ছে সাদাসিধে দুটি মেয়ে,
ভাবিলাম আমি ঐ দুটি মেয়ে থেকে একটি মেয়েকে করে ফেলি আমি বিয়ে ।
আনমনে মাঝি যাচ্ছে ভাটিয়ালি গান গেয়ে,
গানের ঐ সূর বেজে যাচ্ছে আমায় ছুয়ে ।
তরীর ঐ পালে হাওয়া বসেছে,
তাহা দেখে মম এই প্রানে সুখের স্পন্দন এসেছে ।
আদুল গায়ে শিশুরা ঐ মাঠে করিতেছে কাঁদা নিয়ে খেলা,
দেখতে দেথতে কেটে গেলো অনেক বেলা ।
আখ,গম আর পাট দেখে মূগ্ধ হলাম আমি,
সত্যিই গ্রাম খুব মর্যাদাসম্পন্য,গ্রাম খুব দামী ।
অবশেষে সেই গ্রামে এসে নিলাম আমি বিশ্রাম,
চিরকাল টিকে থাকুক এমন স্বর্গময় গ্রাম ।
©somewhere in net ltd.