![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
রাতে আমি স্বপ্নে দেখি,
অনেক অনেক কবিতা লিখি ।
কতো সুন্দর তার ছন্দ,
বিশালময় তার গন্ধ ।
গন্ধের কারনে হয়ে যাই আমি অন্ধ,
খারাপ লাগে তখন,যখন স্বপ্ন হয়ে যায় মোর বন্ধ ।
সকালে ঘুম থেকে উঠলে মনে থাকেনা মোর কিছু,
তবুও প্রতিরাত আমি তাড়া করি স্বপ্নের পিছু ।
ভেবেছি বিছানায় ডায়েরী আর কলম নিয়ে ঘুমাবো প্রতিরাত,
নতুন নতুন কবিতা পাবো যখন হবে প্রভাত ।
জানিনা আমি এ কেমন উপায়,
স্বপ্ন সেতো স্বপ্নই রয়ে যায় ।
জানি আমার স্বপ্ন হবেনা কখনও বৃথা,
একদিন না একদিন ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে আমার স্বপ্নের কবিতা ।
©somewhere in net ltd.