![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
সেইদিন সেইক্ষন আসিবে কখন,
তোমায় আমি পাইবো যখন?
তারারা হারিয়ে গেছে সূর্য ডুবে গেছে সবকিছু হয়েছে নিরব,
কেনো আমি শুনতে পাইনা প্রিয়া তোমার কলরব?
তোমায় আমি দেখিব কখন,কখন করিবো তোমার মুখ দর্শন,
জানো হে প্রেয়সী তুমি আমার যুগ যুগান্তরের আপন।
তরী এসে ভিড়েছে তীরে,
প্রিয়া তুমি কেনো থাকো ধীরে?
তোমার জন্য মম বুকে ব্যাথা মম বুকে আহাজারি,
প্রিয়া তুমি আমার নিকট ছুটে আসো তারাতারি।
খুব বড ইচ্ছে হয়,
তোমায় নিয়ে কাটাই সময়।
সেইদিন সেইক্ষন আসিবে কখন,
বলো হে প্রিয়া তোমায় আমি পাইবো কখন?
©somewhere in net ltd.