নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

পাশাপাশি দুজন

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

বাসে আমার পাশের সিটে বসা ছিল সুন্দরী এক মেয়ে,
মনে অনেক কৌতুহল জাগলো সেই মেয়েটিকে নিয়ে।
দুজনে পাশাপাশি সিটে বসা,
বাসের ধাক্কায় গায়ে গায়ে লাগে ঘষা।
এই ঘষায় তৈরি হয় অনেক শিহরন,
অজানা গন্তব্যে দোল খায় মোর মন।
অনেকক্ষন শুনসান নিরবতা,
মনে মেয়েটির জন্য জমে আছে অনেক কথা।
হঠাৎ করে মেয়েটি বলিলো,আপনার সাথে কি হওয়া যাবে পরিচয়?
আমি বলিলাম অবশ্যই,কেনো নয়?
মেয়েটি বলিলো ধন্যবাদ,আপনার কি নাম?
আমি সুধালাম আমার নাম নিজাম।
আমি বলিলাম আপনার নামটা কি বলা যাবে?
মৌ আমার নাম,মেয়েটি বলিল অনেক ভাবে।
এরপর মেয়েটির সাথে অনেক কথা হলো,
মেয়েটি বললো চুপ করে আছো কেনো,আরো কিছু বলো।
আমি বলিলাম হঠাৎ করে আপনি থেকে তুমিতে চলে আসলে যে তুমি?
মেয়েটি বলিলো তুমি ওতো তাই করিলে,বলো কি করিবো আমি?
তারপর আবার অনেক নিরবতা,
মেয়েটির চোখের দিকে তfকালে ধরা পরে তার লাজুকতা।
আমি বলিলাম দেখো মৌ বাহিরে চেয়ে,প্রকৃতি কত সুন্দর,
সবকিছু দেখতে ঠিক তোমার মত চমৎকার।
হেসে দিয়ে মেয়েটি বললো তুমি কি কবি?
সুধালাম আমি হ্যা,তুমিতো বুঝো সবই।
কিছুক্ষন পর মেয়েটি চাইলো আমার ফোন নাম্বার,
দিয়ে দিলাম তাকে,করিবো কি আর?
বাস যশোরে থেমে গেলো,
মেয়েটিও নেমে গেলো।
যাবার সময় বলে গেলো বাই বাই নিজাম,
বাই মৌ ভালো থেকো তুমি,অনেক কষ্ট করে আমি বলিলাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

বিপরীত বাক বলেছেন: যেতে দেয়া ঠিক হয় নি। বা ওর সাথে নেমে যাওয়া ভালো হতো।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

মো: নিজাম গাজী বলেছেন: haha hasalen he lekhok.dhonnobad.

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

নীল কপোট্রন বলেছেন: দারুন লিখেছেন।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok.valo thakun.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.