![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
প্রিয়তমা পত্রের শুরুতে তোমাকে জানাই একরাশ গন্ধরাজের স্নিগ্ধ শুভেচ্ছা,
তুমি পড়তেছো যেটি,সেটি আমারই চিঠি,এটি নহে কোনো কেচ্ছা।
যখন তুমি আমার চিঠিখানা পড়বে,
তখন আমি থাকবো অন্ধকার কবরে।
এই মনে তোমাকে নিয়ে ছিল অনেক আশা,
জয় করে নেবো তোমার ভালবাসা,
কিন্তু তা আর হলনা,সব হয়ে গেল নিরাশা।
ঐ দেখো প্রিয়তমা কাঁদো কেনো তুমি?
মৃত হলেও সর্বদা তোমার পাশে থাকবো আমি।
শোনো প্রিয়তমা মৃত্যু সবার একদিন হবে,
কিন্তু খোদা অল্প বয়সেই আমাকে নিয়ে গেল নিরবে।
প্রিয়তমা তোমার শরীরের যত্ন নিও,
আর আমার কথা একদম ভুলে যেও।
আবারো তুমি কেনো কাঁদো প্রিয়তমা?
এখনও তোমার ভালবাসা আছে এই অকাল মৃত্যের বুকে জমা।
তুমি একটি ভালো ছেলেকে বিবাহ করে নিও,
আর আমায় তুমি চিরকালের জন্য ভুলে যেও।
নতুন করে জন্ম হোক তোমার জীবনে অনেক আশা,
ইতি তোমার মৃত ভালবাসা।
©somewhere in net ltd.