![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
রাজনীতির এক নাম সম্মান,অপর নাম অপমান,
আরেকনাম সুনাম,অন্যনাম জীবনদান।
রাজনীতিতে হয় ফকির,রাজনীতিতে হয় রাজা,
রাজনীতিতে বাড়ে শ্রদ্ধা,রাজনীতিতে হয় সাজা।
রাজনীতিতে কান্না,রাজনীতিতে হাসি,
রাজনীতিতে হয় নেতা,রাজনতিতে গলায় পরে ফাঁসি।
রাজনীতিতে সাফল্য,রাজনীতিতে মানুষ হয় ভন্ড,
রাজনীতিতে সৃষ্টি হয় শৃঙ্খলা,রাজনীতিতে হয় ভয়াবহ হত্যকান্ড।
রাজনীতিতে আনন্দ,রাজনীতিতে কষ্ট,
রাজনীতিতে হয় জীবন গঠন,রাজনীতিতে হয় জীবন নষ্ট।
রাজনীতি প্রিতী,রাজনতি ভীতি,
তবুও চিরকাল পৃথিবীর বুকে টিকে থাকবে এমন রাজনীতি।
©somewhere in net ltd.