নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

হে কিশোর

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

হে কিশোর দেখনা পৃথিবীতে কত অন্যায়?
তুমি অযথা কেন তাকিয়ে আছো নিরালায়?
আজ পুথিবী শুধু আধারে ছেয়ে আছে,
তুমি কেন পরে থাকো পাছে?
হে কিশোর জেগে ওঠো নতুন শক্তি নিয়ে,
বলো তুমি কেন থাকবে পিছিয়ে?
আধার ধ্বংস করে আলো দাও,
খারাপ ধ্বংস করে ভালো দাও ।
তোমার দিকে আজ তাকিয়ে আছে সকলে,
হে কিশোর তুমি না জাগলে মানুষ যে থাকে বেহালে ।
আজ ধরনী তাকিয়ে আছে তোমার জন্য,
তুমিই জোগাবে অন্ন,তুমিই হবে ধন্য ।
হে কিশোর কই তুমি আসো মানুষের মাঝে,
বেকারত্ব ভেঙ্গে দিয়ে লেগে যাও কাজে ।
হে কিশোর তুমি অযথা বসে থাকবেনা,থাকবেনা পাছে,
আজ সারা দুনিয়া তোমার অপেক্ষায় আছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.