![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
গিয়েছিলাম আমি বাংলাবাজার,
দেখেছি সব বইয়ের পাহাড় ।
উপন্যাসের পান্ডুলীপি ছিল আমার হাতে,
এক প্রকাশক বললেন কথা বলবেন রাতে ।
সারা দুপুর না খেয়ে বসে রইলাম এক চায়ের স্টলে,
কত প্রকাশক,কবি সাহিত্যিক শুধু এদিক ওদিক চলে ।
কথা বলে সব প্রকাশক আমার সাথে,
যখন বলি টাকা নেই,তখন বলে টাকা নিয়ে দেখা করুন প্রভাতে ।
দুপুর থেকে রাত,রাত থেকে হলো প্রভাত,
তবুও টাকা ছাড়া কোন প্রকাশক আমার সাথে মিলায়নি তো হাত ।
আমি তাদের দেখাই কত যুক্তি,দেখাই কত আমার প্রতিভা,
তবুও সবকিছু হয়ে গেল আমার বৃথা ।
নিজেকে নিজে বলি আর দাড়াস না,এখন তুই চল,
চোঁখ থেকে ঝড়ে শুধু কষ্টের জল ।
আমি আর আমার লেখাগুলো সব হয়ে গেল অচল,
তবুও ইনশাআল্লাহ আমার লেখাগুলো একদিন হবে সচল ।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
মো: নিজাম গাজী বলেছেন: thik bolesen he lekhok.dhonnobad.
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫
সায়ান তানভি বলেছেন: প্রথম দু একটা বই বোধহয় বড় লেখকরাও ধার কর্জ করে ছাপিয়েছিলেন, আপনার কাছে কত চাইলো।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
মো: নিজাম গাজী বলেছেন: ha thik bolesen lekhok.amar kase 30 hajar taka cheyesilo.
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *হবে না হবে না, টাকা কিন্তু লাগবেই ভাই । এখন আর নতুন কবি,সাহিত্যিকের সেই দাম নাই ।*