নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ধন্য ভালবাসা

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

মম হৃদয়ে শুধু তোমারই নাম
প্রেয়সী তোমায় করি প্রনাম ।
মম হৃদয়টা যদি চিরে একবার দেখিতে
সেই হৃদয়ে শুধু প্রিয়া তোমার নামই পাইতে ।
রজনী আমার নির্ঘুম হয় শুধু তোমার জন্য
তবুও প্রিয়া তোমার ভালবাসা সত্যিই ধন্য ।
দিনের পরে দিন চলে যায় সামনে আসে নতুন দিন
তোমার জন্য মরতে পারি,হতে পারি আমি হীন ।
বড় ইচ্ছে হয় পুষ্পের ডালা নিয়ে তোমায় সাজাই
আরো বড় ইচ্ছে হয় তোমার আমার ভালবাসার ঢোল বাজাই ।
প্রিয়া তোমার ঐ কোমল ও কানন হাত দুটি দিয়ে আমার হাত দুটি ধরো
তোমার ভালবাসা দিয়ে আমায় চিরকালের মত স্পর্শ করো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.