নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

ভূল

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

ভূল বানানে করেছি ভূল,
সেভ করতে গিয়ে ফালাইলাম সব চুল,
হায় আমার জীবনটাইতো ভূল ।
ভেবেছিলাম আছে টুল,
হায় বসতে গিয়ে আমি গেলাম পরে,
সেটাও নাকী আমার ভূল?
মানিনা আমি কোনো রুল,
তাইতো সবকিছু হয় আমার ভূল ।
ভেবেছিলাম চাটনি,মুখে দিয়া দেখি গুল,
এটাও কী আমার এক মস্তবড় ভূল?
হাতে নিয়ে ফুল,
দেখি সব কাটা,
হায় সেটিও কী আমার ভূল?
পারাতে গিয়ে পূল,
দেখি আমি নদীতে,
সেটিও কী ভূল?
গরমকে ভাবি কুল,
সেটিও নাকি আমার ভূল ।
বোকামি করলেই আমি আবুল,
সেটিও কী আমার ভূল?
পাইলাম না আমি কোনো কুল,
সবকিছু হইলো আমার ভূল ।
ভূল সবই ভূল,
আমার জীবনটাই ভূল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.