নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

পাথুরে হৃদয়

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে,
কোমলতা সব গেছে জোয়ারে ভেসে ।
ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে,
সব ভালবাসা ভেসে গেছে ঐ দূর আকাশে ।
কারো কান্না,কারো করুন সুর আমিতো শুনিনা,
আগেরই মত করেতো আমি কারো ভালোবাসা বুনিনা ।
ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে ।
শুনিনা চিৎকার,শুনিনা হাহাকার,
পাথর হয়েছে যে হৃদয়ও আমার ।
শুনিনা করুনা,দেখিনা কারো কষ্ট,
আমি যে হয়ে গেছি নষ্ট ।
ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে ।
মার কুড়াল মার,মার রামদা মার,
হবেনা কাজ,আমার পাথুরে হৃদয় যে হবেনা ছারখার ।
হৃদয়ের ভালবাসা সব হাওয়া হয়ে গেছে ভেসে,
ও আমার হৃদয়তো পাথর হয়ে গেছে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



এই পদ্য লিখতে অনেক কস্ট হয়েছে আপনার?

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

মো: নিজাম গাজী বলেছেন: na kosto hower ki ase?

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

বিষাক্ত ফাহিম বলেছেন: ভালো লাগল পড়ে

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.