নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

সবারই আছে আশা

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

প্রায়ই আমি এক যুবক রিকশাওয়ালার রিকশায় যাতায়াত করি,
ভাবিলাম আমি এই রিকশাওয়ালার জীবন উদ্দেশ্যহীন,এই ভেবে আমি করি বাহাদূরী ।
হঠাৎ করে রিকশাওয়ালা তার বাসায় আমায় করিল দাওয়াত,
যেতে ইচ্ছে হলোনা,তবুও বাধ্য হয়ে গেলাম একদিন,তখন ছিল প্রভাত ।
গিয়ে দেখি মাকে নিয়ে সাজানো তার কী সুন্দর সংসার,
তখন বুজলাম উদ্দেশ্য আছে জগতের সবার ।
আপেল,কমলা,আঙ্গুর অনেক কিছু দিয়ে রিকশাওয়ালা করিল আমায় আপ্যায়ন,
খাবো কী আর? সবকিছু দেখে এদিক ওদিক দোল খাচ্ছে মোর মন ।
হঠাৎ করে তাকিয়ে দেখি শোকেজে সাজানো এক সুন্দরী মেয়ের ছবি,
এই মেয়েটি কে জিজ্ঞেস করিলাম আমি কবি ।
রিকশাওয়ালা বলিল এই মেয়েটিই তার ভালবাসা,
তখন আমি বুঝলাম জগতের সবারই আছে আশা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

বিপরীত বাক বলেছেন: মাকে নিয়ে সাজানো সুন্দর সংসার আবার কি?
সংসার হয় বউ শালি দের সাথে থাকলে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

মো: নিজাম গাজী বলেছেন: haha ma ke niye o songsar hoy lekhok..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.