![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
তোমার চোখের দিকে তাকিয়ে আমি তোমার প্রেমে পরেছি,
প্রথম তোমায় দেখেই আমি প্রেম রাজ্যে মরেছি ।
তোমার হরিনি চোখ দুটি এমনও সুন্দর,
তোমায় দেখতে দেখতে রাত তো হয়ে গেলো ভোর ।
তুমিতো ঐ আল্লাহরই দান,
তোমায় দেখলে নেচে ওঠে আমারই প্রান ।
তোমার আমার প্রেমরাজ্যে শুধু আছে ঘ্রান,
প্রান,হে প্রেয়সী তুমি আমার প্রান ।
তোমার চোখের ঐ সহজ সরল চাহনী,
দেখলে মুছে যায় সব মোর গ্লানী ।
পরেছি প্রিয়া আমি তোমার প্রেমে পরেছি,
প্রেম রাজ্যে নব সাজ্যে আজিকে আমি মরেছি ।
তোমায় আমি সদা চাই আমার জীবনে,
হে প্রিয়া তুমি পাশে থেকো আমার মরনে ।
২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১
মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad lekhok/lekhika...
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
এম.এ.জি তালুকদার বলেছেন: এ ভাই, মহিলা মানুষই এখন কবিতা লেখার শতভাগ উপাদান। অন্য কোন সুন্দকে নিয়ে কবিতা সৃষ্টি করা যায় না? এ এক ঘেয়েমি আর ভালোলাগে না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫
মো: নিজাম গাজী বলেছেন: jay lekhok saheb jay.dhonnobad..
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
বনমহুয়া বলেছেন: আপনার প্রিয়া পাশে থাকুক।