![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
মাগো তুমি কেমন আছো?
কতদিন দেখিনা তোমায়,তুমি কী মা ভালো আছো?
বড় ইচ্ছে হয় মাগো ছুটে আসি তোমার কাছে,
কিন্তু তা আমি পারিনা,অনেক ঝামেলা যে আমার চারপাশে।
মাগো ঐদিনগুলো কী তোমার মনে পরে?
যেদিনগুলোতে তুমি আমায় রেখেছিলে অনেক আদরে।
মাগো সেদিন কমতি ছিলনা কোনো তোমার ভালবাসায়,
এখনও মাগো আমি দিন কাটাচ্ছি শুধু তোমার ভালবাসার আশায়।
মাগো তোমার সাদাসিধে মুখটা আমার বড় দেখতে ইচ্ছা করে,
বলো মাগো তোমার দেখা পাবো আমি আরো কত পরে?
মাগো তুমি আমার আলো,তুমি আমার আশা,
মাগো তুমি আমার এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালবাসা।
মাগো তোমায় আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালবাসি,
তাইতো মাগো বারবার তোমার কাছে ছুটে আসি।
এইতো মাগো আর দুইমাস পরে আমি আসবো তোমার কাছে,
অনেকদিন পর মাগো আমি পাবো তোমায় পাশে।
মাগো তোমার ভালবাসা নিয়ে আমি করতে পারবো বিশ্বজয়,
মাগো তোমার আগে যেনো আমার মরন হয়।
মাগো তুমি কি সেই আগেরই মত আমায় ভালবাসো?
বলো মাগো তুমি কেমন আছো?
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:১৮
মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok..
২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৩১
শাহাদাত হোসেন বলেছেন: মাকে নিয়ে কবিতা ভালো লাগলো।তবে লেখায় আরেকটু যত্নশীল হতে হবে।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
মো: নিজাম গাজী বলেছেন: ha. dhonnobad he lekhok..
৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫১
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো লিখেছেন, হে লেখক।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:১১
মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok..
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
আমিই মিসির আলী বলেছেন: চমৎকার কবিতা।
+