![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
এই কিছুদিন আগে রাতে স্বপ্নে দেখলাম যে আমি মারা গেছি । আর এই স্বপ্ন দেখে হঠাৎ করে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম,এবং আমি আখিরাতের শাস্তির ভয়তে পুরোপুরি ঘেমে গেলাম । ঘুম থেকে লাফ দিয়ে উঠে ভাবলাম কি হবে লেখাপড়া করে?কি হবে লেখালেখি করে?কি হবে অভিনয় করে?কি হবে বই পাবলিষ্ট করে? কি হবে নাটক রচনা করে?কি হবে ব্লগিং করে?আমিতো নামায পড়িনা তাই আমার জন্য জাহান্নাম অপেক্ষমান । আর এই বিষয়টা আমি বেশি করে ভাবলাম । আসলে আমরা মানুষেরা কত মূর্খ্য । আমরা পৃথিবীর অতী ক্ষনস্থায়ী জীবনের জন্য কত কিছু করে যাচ্ছি,অথচ পরকালে যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে সেখানের জন্য আমরা কি করছি?জানিনা পরকালের জন্য আমার আপনার বোধদয় কবে হবে? আমি মহান আল্লাহ তাআলার পথে ফিরে যেতে চাই,কিন্তু কেনো যেনো ফিরে যেতে পারছিনা । আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেনো অতী শীঘ্র মহান আল্লাহর পথে ফিরে যেতে পারি । আর দয়া করে আপনারাও সকলে মহান আল্লাহর পথে ফিরে যান । কেননা একদিন না একদিন আমার আপনার তথা পৃথিবীর সকলের মৃত্যু হবেই হবে । ধন্যবাদ । আল্লাহ্ হাফেজ ।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৭
মো: নিজাম গাজী বলেছেন: আমীন.dhonnobad he lekhok..
২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০
দিপাবলী বলেছেন: আল্লাহ আপনার সহায় হোন।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৭
মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok.
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩১
নেয়ামুল নাহিদ বলেছেন: মহান আল্লাহ্, আমাদের সকলকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দিন। আমীন...।