নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।।হই আমি বীর অথবা হই আমি ধীর,আমি শুধু বাংলাদেশের নয়,আমি সমগ্র পৃথিরীর ।

মো: নিজাম গাজী

আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।

মো: নিজাম গাজী › বিস্তারিত পোস্টঃ

টাকা

২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৩


টাকায় হয় হানাহানী,
টাকায় হয় সম্মানী,
টাকা ছাড়া হতে হয় অপমানী,
টাকায় হয় রাজা,
টাকা ছাড়া হতে হয় নিরীহ প্রজা ।
টাকা ছাড়া খেতে হয় কত সাজা ।
টাকা দিলে ভালবাসা,টাকা ছাড়া আঘাত,
টাকায় করতে পারে নিশীকে প্রভাত ।
টাকা ছাড়া অন্ধকার,টাকা দিলে আলো,
টাকা ছাড়া খারাপ,টাকা দিলে ভালো ।
পৃথিবীটা ঘোরে টাকারই কারনে,
টাকা ছাড়া আঘাত লাগে জনে আর মনে ।
টাকা ছাড়া কত মানুষ হয়েছে মৃত্য মুখে পতিত,
টাকা দিলে মৃত্যুমুখের মানুষগুলো হয় যে জীবিত ।
মূর্খ্য মানবেরা টাকারই কারনে হয় শিক্ষিত,
শিক্ষিতরা টাকা ছাড়া হয় কূখ্যাত ।
যেদিকে তাকাই আর যেদিকেই যাই লাগে অনেক টাকা,
আর এই টাকা ছাড়া পুরো দুনিয়াটাই ফাকা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১১:১১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর হয়েছে রম্য কবিতা। কবিকে অসংখ্য ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

মো: নিজাম গাজী বলেছেন: apnake o osongkho dhonnobad jonab..

২| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৭

বিপরীত বাক বলেছেন: টাকা টাকা
শুধু টাকা।
টাকা টাকা
খালি টাকা।

২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad lekhok..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.