![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
সেদিন দেখিলাম শিশু আপু বসে আছে মায়ের কোলে,
হাতে একটা খেলনা নিয়ে এদিক ওদিক দোলে ।
কতদিন যে আপুর কারনে যাইনি স্কুলে,
স্কুল থেকে এসে ব্যগটা রেখে আপুকে নিতাম কোলে ।
আপুকে আমি কোলে নিয়ে দিতেম কত চুমো,
দূর থেকে ছুটে এসে দেখতাম আপু ঘুমানো ।
মা বাবার কাছ থেকে যত টাকা নিতাম,
আমি না খেয়ে সব টাকা দিয়ে আপুকে খাবারতা কিনে দিতাম ।
একদিন আমি সেই আপুকে ছেড়ে চলে যাই ঢাকায়,
আপু কাদো কাদো চোখে আমায় না দেখে শুধু এদিক ওদিক তাকায় ।
আপুর জন্য কাদতাম শুধু আমি ঢাকায় বসে,
অস্থির পরান ভরে উঠতো আপুর কথার রসে ।
সেই ছোট আপু আজ হয়েছে কত বড়,
আমি চুমো দিতে গেলে আমায় বলে দাদা তুমি সরো ।
বড় হতে পারে ও কিন্তু আমার তো ছোট আপু,
আরও বড় হও,তোমায় রক্ষা করবেন প্রভু ।
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
মো: নিজাম গাজী বলেছেন: ete ami kono osubidha mone kori na.dhonnobad he lekhok..
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
বিজন রয় বলেছেন: না, বিষয়টি ভাল লাগল না।
কবিতার সাথে এখানে তার ছবিটি দেওয়ার দরকার ছিল না।