![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
মানুষের মনুষত্ব আজ পরিনত হয়েছে পশুত্বে,
তাইতো ঐ মানুষ রুপী হায়নার দল হত্যা করলো নিরীহ তনুকে ।
আর কতকাল এভাবে দেখতে হবে নিরীহ তনুদের বিভৎস লাশ?
অত্যাচারিদের অত্যাচারে আজ কলুসিত হচ্ছে বাংলার আকাশ বাতাশ ।
চাই আমরা বিচার চাই তনু হত্যার,
কিন্তু তনু হত্যার হবে কী সুষ্ঠু বিচার?
ধিক শত ধিক ঐ ঘৃন্য পশুদের,
জেগে ওঠো বাঙ্গালী এধরনের হিংস্র অঘটন যেনো হয়না ফের ।
তনুকে হত্যা করতে হয়নি দেরি কিন্তু তদন্তে কেনো হচ্ছে এতো দেরি?
জানিনা হয়তোবা এর সাথে কোনো শক্তিশালী গোষ্ঠী করছেতে বাহাদুরি ।
তনু হত্যার বিচার নিয়ে যদি চলে কোনো নাটক,যদি চলে কোনো সিনেমা,
তাহলে জাতি ভেঙ্গে দিবে সব অত্যাচারিদের নিশানা ।
জানিনা আমি কিছু,চাই শুধু তনু হত্যার বিচার চাই,
তনু মরলেও তনু হত্যার বিচারের জন্য বেঁচে আছে হাজার হাজার ভাই ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: তনু বিচার পাবেনা মনেহয় , যেভাবে জজ মিয়ারা বেরহয়ে আসতেছে ।
এমন জজ মিয়াদের ফাক দিয়ে তনু সঠিক বিচার পাবেনা ।।
http://www.prothom-alo.com/bangladesh/article/818350/তনুর-ছোট-ভাইয়ের-বন্ধু-ছয়-দিন-ধরে-নিখোঁজ