![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
তেইশ বছরের এক যুবক পথ দিয়ে চলে,
প্রতিদিন ষোলো বছরের এক যুবতী এসে তার সাথে কথা বলে ।
প্রতিদিন প্রতিমাস এমনই চলে,
মেয়েটি ছেলেটি কেউ কেউকে খুলে কিছু না বলে ।
মেয়েটির বুকে জমলো ভালোলাগা,
ছেলেটির বুকে বাঁধলো ভালোবাসা ।
হঠাৎ একদিন ছেলেটির বাড়ি থেকে মেয়েটির বাড়ি প্রস্তাব পাঠানো হলো ।
অবশেষে তাদের দুজনার বিয়ে হয়ে গেলো ।।
বিয়ের পরে তাদের মধ্যে কি পবিত্র সেই প্রেম,
তাদের পবিত্র প্রেমে তৈরি হলো ভালোবাসার নতুন এক ফ্রেম ।
এক এক করে জন্ম নিল তাদের পাঁচ পাঁচটি সন্তান,
এ সবকিছুই হলো ঐ মহান সৃষ্টিকর্তারই দান ।
তাদের সেই পবিত্র প্রেম আজও হয়নি বৃথা,
গর্বিত আমি,তারাই হলেন আমার শ্রদ্ধেয় মাতাপিতা ।
২১ শে জুন, ২০১৬ রাত ১২:১৪
মো: নিজাম গাজী বলেছেন: apnake o dhonnobad he lekhika.
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩
কানিজ রিনা বলেছেন: অপুর্ব প্রেম,এসব পিতা মাতার থেকেই
সু্চ্ছৃংখল জীবন জাপন শিখে সন্তানেরা।
ধন্যবাদ।