![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঐ সৃষ্টিকর্তারই সৃষ্টি,আমি তারই বান্দা, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর বাসিন্দা। গাজী পরিবারে আমি জন্মগ্রহন করেছি বলে আমি শুধু গাজী পরিবারের নয়, আমার জন্ম এই পৃথিবীর সর্বময়। শুধুমাত্র সোনাখালী গ্রামে আমার জন্ম নয়, আমার জন্ম পৃথিবীর সর্বময়। এই গ্রাম এই দেশের নয় আমি শুধুমাত্র, আমি এই সারা দুনিয়ারই ছাত্র। শুধুমাত্র একটি মহল্লায় আমার আগমন নয়, আমার আগমন বিশ্বময়। হই আমি ধীর হই আমি মহাবীর, আমি শুধু বাংলাদেশের নয় আমি সমগ্র পৃথিবীর।
জন্ম দিয়ে বাবা তুমি করিলে আমায় ঋনি,
কেমন করে শোধ করিবো এ ঋন,নয়তো আমি ধনি ।
জন্ম দিয়ে ক্ষান্ত হওনি দিয়েছো অনেক ভালোবাসা,
বাবা আমার জীবনে তুমিই আমার আলোর আশা ।
বাবা আমার কষ্টে কাঁদো তুমি,আমার সুখে হাঁসো,
এই পৃথিবীর সবচেয়ে তুমিই আমায় ভালোবাসো ।
বাবা তুমি বড় ভালো,তুমি বড় মহান,
গর্বিত আমি,আমি যে তোমারই সন্তান ।
তোমাকে যে বাবা কতটা ভালোবাসি তা বুঝাতে পারবো না আমি,
আমাকে ক্ষমা করে দিও বাবা তুমি ।
বাবা সর্বদা দোয়া করি যেনো সর্বক্ষেত্রে তোমার হয় জয়,
তোমার আগে যেনো বাবা আমার মরন হয় ।
বাবা তুমি আমার আদর্শ তুমি আমার কাবা,
আমার চোঁখে তুমি এই পৃথিবীর সবচেয়ে আদর্শ বাবা ।
*উৎসর্গ- আমার শ্রদ্ধেয় জন্মদাতা আদর্শ বাবা মোঃ সাখাওয়াত গাজীর নামে ।
২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৩
মো: নিজাম গাজী বলেছেন: dhonnobad he lekhok.
২| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৪:২২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ সকাল ৭:১১
ডঃ এম এ আলী বলেছেন: জন্ম দিয়ে বাবা তুমি করিলে আমায় ঋনি,
কেমন করে শোধ করিবো এ ঋন,নয়তো আমি ধনি
খুব সুন্দর কথা ভাল লাগল ।